শিরোনামঃ
![]() ৩১-০৫-২০২২ ০৬:৫৫ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃসিরাজগন্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারি ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ ২০২১-২২সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কাজিপুর এর আয়োজনে পরিষদমিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলা উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সমাজ সেবা অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ তৌহিদুল ইসলাম,এ সময় তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন হচ্ছে ; তাদের দারিদ্রতা হ্রাস পেয়েছে। প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা দিয়ে আয়বর্ধনমুলুক কর্মকান্ড করার আহবান জানান তিনি। আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মনিরুজ্জামান মনির, মুহাম্মদ মতিয়ার রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, দি ফেন্ড্রস এসোসিয়েশন চালিতাডাংগার উপদেষ্টা সদস্য শফিকুল ইসলাম, সমাজ উন্নয়ন সংস্থা বেলতৈল এর ম্যানেজার রফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার ইকবাল শাহাজাহান, সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্মী আবু বক্কার, নুরুল ইসলাম, আঃ মান্নান ও ফরিদা পারভীন। প্রশিক্ষণে অংশ নেয় উপজেলার বিভিন্ন গ্রাম কমিটির সভাপতি / সম্পাদক, গ্রামের ঋণ কর্মসূচি দলনেতা/ দলপ্রতি,বিভিন্ন ভাতা ভোগী প্রোগ্রামের প্রতিনিধি ও শিক্ষা উপবৃত্তি সদস্য বৃন্দ। u
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com