মরে ভেসে উঠলো রুই কাতলা চিতলঃ সন্দেহ বিষ প্রয়োগের
১৩ অক্টোবর, ২০২৫ ০৪:২৪ পূর্বাহ্ন

  

মরে ভেসে উঠলো রুই কাতলা চিতলঃ সন্দেহ বিষ প্রয়োগের

আব্দুল জলিল
২৫-০৫-২০২২ ০৫:০২ অপরাহ্ন
মরে ভেসে উঠলো রুই কাতলা চিতলঃ সন্দেহ বিষ প্রয়োগের

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের এক মৎস্য চাষীর পুকুরে রুই, কাতলা চিতল, পাঙ্গাস, মৃগেল মরে ভেসে উঠেছে। দুই বছর বয়সী মাছগুলোর আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী শামীম তালুকদার জানান। এই ঘটনায় কাজিপুর থানায় অভিযোগ দিয়েছেন তিনি। দুপুরে একজন উপপরিদর্শক মরা মাছ এবং পুকুরের পানির নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।

 বৃধবার দুপুরে স্থলবাড়ী গ্রামের শামিম তালুকদারের এই পুকুরপাড়ে গিয়ে দেখা গেছে জেলে ডেকে এনে মরা মাছগুলো পুকুর থেকে তুলে পুকুর পাড়ে জড়ো করা হয়েছে।  এসময় শামীম তালুকদার জানান, ভোরে বৃষ্টি হয়েছে। ওই সময় আমি ঘুমে ছিলাম। এরইমধ্যে দুই বছরের পুরনো মাছগুলো মরে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা আমাকে না জানিয়েই মাছগুলো ধরে নিয়ে গেছে। সকাল দশটার দিকে বৃষ্টি থামলে পুকুরে গিয়ে দেখি লোকজন মাছ ধরে নিচ্ছে। পরে তাদের নিধেষ করি ও জেলে ডেকে এনে বাকি মাছগুলো সংগ্রহ করি।

তিনি আরও জানান, প্রতিবেশিদের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছে। তাই এটি দৃর্ঘটনা, নাকি নাশকতা বুঝতে পারছি না। তবে সন্দেহ করছি পুকুরে বিষটোপ প্রয়োগ করা হয়েছে। এতে আমার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেলো।

 এসময় ঘটনাস্থলে উপস্থিত কাজিপুর থানার এসআই গাজিউল হক জানান, ওসি স্যারের নির্দেশে পুকুরের মাছ ও পানির নমুনা নেয়া হয়েছে। 


আব্দুল জলিল ২৫-০৫-২০২২ ০৫:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 600 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com