কাজিপুরে ইটভাটার কারণে ফসলহানী-ক্ষতিপূরণ পেলেন কৃষক
১১ অক্টোবর, ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ন

  

কাজিপুরে ইটভাটার কারণে ফসলহানী-ক্ষতিপূরণ পেলেন কৃষক

আব্দুল জলিল
২৪-০৫-২০২২ ০৫:২৭ অপরাহ্ন
কাজিপুরে ইটভাটার কারণে ফসলহানী-ক্ষতিপূরণ পেলেন কৃষক

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার থ্রি স্টার ইটভাটার কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা পেলেন আর্থিক সহায়তা। মঙ্গলবার দুপুরে উপজেলার দশজন কৃষককে বোরো ধানের ক্ষতিপূরণ হিসেবে দুই লক্ষ টাকা প্রদান করা হয়েছে।উপজেলা কৃষি অফিস কৃষকদের হয়ে ওই ভাটা মালিকের নিকট থেকে ওই টাকার ব্যবস্থা করেন।

 কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান,‘ উপজেলার গান্ধাইল ইউনিয়নে অবস্থিত থ্রিস্টার ইটভাটার কারণে আশপাশের বেশকিছু জমির ধানে চিটা দেখা দেয়। পরে ক্ষতিগ্রস্থ কৃষকগণ বিষয়টি জানালে ইউএনও মহোদয়ের মাধ্যমে কৃষকদের জন্যে সহায়তার ব্যবস্থা করা হয়। আজ সেই অর্থ দশজন কৃষকের মাঝে জমির হার অনুযায়ী বিতরণ করা হয়।

 কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান,ভাটা মালিককে কৃষকের ক্ষতির বিষয়টি জানালে তিনি তা পূরণের প্রতিশ্রুতি দেন। এতে কৃষক ক্ষতির হাত থেকে বেঁচে গেলো।


আব্দুল জলিল ২৪-০৫-২০২২ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 486 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com