শিরোনামঃ
![]() ২৩-০৫-২০২২ ১০:৪৩ অপরাহ্ন |
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ হত্যাকান্ডের ৪৬ দিন পর সিরাজগঞ্জের কাজিপুরে গৃহবধু মীমের (১৮) ঘাতক স্বামী নাজমুল হুদাকে (২১) আটক করেছে কাজিপুর থানা পুলিশ।
র্যাবের সহায়তায় কাজিপুর থানা পুলিশ নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে নাজমুলকে আটক করেছে পুলিশ। আটককৃত নাজমুল উপজেলার তেকানী ইউনিয়নের জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নিহত মীমের বাবা রাসেল মিয়া বলেন, গত ৭ মাস আগে তেকানী ইউনিয়নের জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়। এরপর গত ৬ এপ্রিল মেয়ের শ্বশুরবাড়ি থেকে আমার মেয়ের লাশ পাওয়া যায়। আমার মেয়েকে নাজমুল শ্বাসরোধে হত্যা করে তা আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু সন্দেহ হলে আমি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, রবিবার(২২মে) নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে নাজমুল হুদাকে আটক করা হয়। সোমবার(২৩মে) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com