সম্পত্তি বিরোধে হামলার শিকার হয়ে থানায় অভিযোগ এনজিও কর্মির
১৩ অক্টোবর, ২০২৫ ০৭:১৭ পূর্বাহ্ন

  

সম্পত্তি বিরোধে হামলার শিকার হয়ে থানায় অভিযোগ এনজিও কর্মির

আব্দুল জলিল
১৯-০৫-২০২২ ০৬:৪৬ অপরাহ্ন
সম্পত্তি বিরোধে হামলার শিকার হয়ে থানায় অভিযোগ এনজিও কর্মির

উত্তরাধিকার সূ্ত্রে পাওয়া সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন এক এনজিও কর্মি। এই ঘটনায় তিনি কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে নির্মানাধীন কাজ বাধাগ্রস্ত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। এই ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিদের রায়কেও পাত্তা দিচ্ছেন না প্রতিপক্ষের লোকজন। হামলার শিকার এনজিওকর্মি আহসান হাবিব কাজিপুরের ছালাভরা গ্রামের আয়নাল হকের পুত্র।

 থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে আহসান হাবিবের দাদার সম্পত্তি তার এবং তার চাচার ওয়ারিশানদের মধ্যে স্থানীয় মুরব্বীগণ ও মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে ভাগ বাটোয়ারা করে দেন। সে সময় আহসান হাবিবের প্রতিপক্ষ ওয়ারিশানগণ যথাক্রমে আবুল হোসেনের পুত্র আল মাহমুদ, দুদু মিয়ার পুত্র নূর আলম, মৃত ছিদ্দিক হোসেনের পুত্র সিরাজুল ইসলাম সবকিছু মেনে শালিশী বৈঠক ত্যাগ করেন। বাটোয়ারা মোতাবেক গত ১৭ মে মঙ্গলবার নিজের জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শুরু করেন আহসান হাবিব। কিন্তু হঠাৎ করে কোন কথা না বলে প্রতিপক্ষ আল মাহমুদ ও তার লোকজন কাজে বাধা দেন। এসময় কথা কাটাকাটির সময় হঠাৎ লাঠিসোটা নিয়ে তারা আহসান হাবিবের উপর চড়াও হন এবং তাকে ছিলেফোলা জখম করেন। পরে স্থানীয়দের সহায়তায তিনি কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন।

পরদিন এই ঘটনায় তিনি তিনজনকে আসামী করে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম উভয়পক্ষের অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, আমাদের একজন অফিসার সরেজমিন গিয়ে দেখে এসেছে। বিবাদীরা জমি জমার বিয়য়টির সুরাহার কথা জানিয়েছেন। না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


আব্দুল জলিল ১৯-০৫-২০২২ ০৬:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 618 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com