জোড়দিঘি-কালিকাপুর রাস্তার বেহাল দশা : জন ভোগান্তি চরমে
১৫ অক্টোবর, ২০২৫ ১১:৩২ অপরাহ্ন

  

জোড়দিঘি-কালিকাপুর রাস্তার বেহাল দশা : জন ভোগান্তি চরমে

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৪-০৫-২০২২ ০৮:২৮ অপরাহ্ন
জোড়দিঘি-কালিকাপুর রাস্তার বেহাল দশা : জন ভোগান্তি চরমে
জি,এম স্বপ্না : সিরাজগঞ্জের সলঙ্গায় জোড়দিঘি-কালিকাপুর রাস্তাটির বেহাল দশা। বৃষ্টি মৌসুমে কাদা পানি জমে থাকায় এ রাস্তা দিয়ে যানবাহন বা মানুষের পায়ে হেঁটে বর্তমানে চলাচল করা দুরহ হয়ে পড়েছে। একদিন বৃষ্টি হলে অন্তত: ৭ দিন থাকে কাদা পানি।কোন ভাবে যদি শুকায় আবার বৃষ্টি হলে সেই পুর্বের অবস্থা হয়ে পড়ে। সলঙ্গা থানার ধুবিল ইউপির আমশড়া জোড়দিঘি বাজার হতে রামকৃঞপুর ইউপির খুদ্দর্শিমলা হয়ে কালিকাপুর গ্রাম পর্যন্ত রাস্তাটি বৃষ্টি মৌসুমে চলাচলে একেবারেই নাজুক । আর এ ভোগান্তিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা জানান,সামান্য ১ কি:মি: জোড়দিঘি-কালিকাপুর রাস্তাটি পাকা করনের জন্য রামকৃঞপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো সহ সংশ্লিষ্ট দফতরে বহুবার আবেদন জানিয়েছেন। নামকা ওয়াস্তে রাস্তায় মাটি পড়লেও রাস্তাটি পাকা না করায় বৃষি,বর্ষার কয়েক মাসে উক্ত রাস্তায় পানি কাদা জমে থাকায় চলতে গিয়ে এলাকাবাসীকে চরম নাজেহাল হতে হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। খুদ্দর্শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আ: মান্নান জানান,এলাকার শিক্ষার্থীদের বই, খাতা, ব্যাগ নিয়ে স্কুল কলেজে চলাচল করতে গিয়ে খুবই সমস্যায় পড়তে হয়। এলাকার অনেক ব্যবসায়ী জানান, আমশড়া-জোড়দিঘি বাজার প্রত্যন্ত এলাকার একটি গুরুত্বপুর্ন বাজার। আর এই বাজারে আসার অন্যতম রাস্তা হলো এটি। তাই জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি পাকা করণ অতীব জরুরী। এ ব্যাপারে বারবার নির্বাচিত রামকৃঞপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান,সুতাহাটি হতে রাস্তাটি ধাপে ধাপে প্রায় কালিকাপুর পর্যন্ত পাকা হয়েছে। সামান্য এই রাস্তাটুকু বাদ থাকলেও অল্প সময়ের মধ্যে পাকা করণ করব ইনশাআল্লাহ।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৪-০৫-২০২২ ০৮:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 712 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com