মারা গেলেন কাজিপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মি চিকিৎসাধীন মদন
১৩ অক্টোবর, ২০২৫ ০৭:২৪ পূর্বাহ্ন

  

মারা গেলেন কাজিপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মি চিকিৎসাধীন মদন

আব্দুল জলিল
১১-০৫-২০২২ ০৫:৫৯ অপরাহ্ন
মারা গেলেন কাজিপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মি চিকিৎসাধীন মদন

 স্টাফ রিপোর্টারঃ

মারপিটের শিকার সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মি মদন লাল (৩৪) মারা গেছেন। তিনি উপজেলার কাজিপুর ইউনিয়নের ফরিকপাড়া বগারমোড় এলাকার  লশিলাল সরকারের পুত্র। বুধবার (১১ মে) সকাল দশটায়  বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  বুধবার  দুপুরে মারপিটের ঘটনায়  কাজিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বেড়িপোটল চরপাড়া থেকে  কাজিপুর থানা পুলিশ মফিজ উদ্দিনের পুত্র আব্দুস সালাম (৩৮) কে গ্রেপ্তার করেছে। তিনি পেশায় ভটভটি চালক। 

 নিহতের স্বজন ও হাসপাতালসূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে কাজিপুর পৌরসভার খালি কক্ষে আব্দুস সালাম ভটভটিতে ব্যবহৃত একটি বেঞ্চ রাখেন। গত ৮ মে রোববার দুপুরে সালাম পৌরসভার ওই কক্ষে তার রাখা বেঞ্চ খুঁজে না পেয়ে সেখানে উপস্থিত পরিচ্ছন্নতাকর্মি মদনকে গালাগাল করেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে মদনের হাতে থাকা ঝাড়– কেড়ে নিয়ে তা দ্বারা সজোরে মদনের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুুটিয়ে পড়েন মদন। অবস্থা বেগতিক দেখে দ্রুত সেখান থেকে সটকে পড়েন সালাম। পরে স্থানীয়রা মদনকে উদ্ধার করে প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইদিনই বিকেলে কর্তব্যরত চিকিৎসক মদনকে উন্নত চিকিৎসার জন্যে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

 কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার জানান, ‘মদন আমাদের পরিচ্ছন্নতা কর্মি। মারামারিতে মাথায় আঘাত পাওয়ায় আজ সে মারা গেছে।’

 কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, আমরা ঘটনা শোনার পরেই আজ আব্দুস সালামকে প্রেপ্তার করেছি। এ বিষয়ে নিহতের পরিবার মামলা দায়েরে প্রস্তুতি নিচ্ছেন। # 


আব্দুল জলিল ১১-০৫-২০২২ ০৫:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 762 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com