নবজাতকটি কার?
১৩ অক্টোবর, ২০২৫ ০৯:৫৪ পূর্বাহ্ন

  

নবজাতকটি কার?

আব্দুল জলিল
১১-০৫-২০২২ ০৬:৪৩ পূর্বাহ্ন
নবজাতকটি কার?

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার খুদবান্দি ঘাট এলাকা থেকে সদ্য প্রসূত এক মেয়ে নবজাতকের লাভ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় গ্রাম পুলিশের নিকট থেকে খবর পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এসময় পাটখেত থেকে লাশটি কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

ইউএনও জানান, দেখে মনে হয়েছে হয়তো দুপুরে এই বাচ্চাটি ভূমিষ্ট হয়েছে।

নবজাতকের লাশ উদ্ধারকারী কাজিপুর থানার এসআই শাহিন মাহমুদ জানান, নবজাতকের নাড়িটিও বিচ্ছিন্ন করা হয়নি।কেউ হয়তো লোকলজ্জার ভয়ে এখানে রেখে গেছে।

 কাজিপুরে থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, নবজাতকের লাশটি পরীক্ষা নিরীক্ষা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আব্দুল জলিল ১১-০৫-২০২২ ০৬:৪৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 647 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com