সলঙ্গায় হিলফুল ফুজুল কর্তৃক কন্যাদানে সহায়তা
১৬ অক্টোবর, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন

  

সলঙ্গায় হিলফুল ফুজুল কর্তৃক কন্যাদানে সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৯-০৫-২০২২ ০৭:০৫ অপরাহ্ন
সলঙ্গায় হিলফুল ফুজুল কর্তৃক কন্যাদানে সহায়তা
জি,এম স্বপ্না : মানব সেবা মুলক সংগঠন সলঙ্গার রামার চর "হিলফুল ফুজুল" কর্তৃক কন্যাদায় গ্রস্থকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। হিলফুল ফুজুল হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আজ সোমবার (৯ মে) বিকেলে ভরমোহনী গ্রামে এ সহায়তা প্রদান করেন। ভরমোহনী গ্রামের হতদরিদ্র আব্দুস ছোবাহানের মেয়ে সাথী আক্তার এর বিবাহ সম্পন্ন করতে সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংগঠনের পরিচালক হাফেজ মাওলানা আব্দুর রহমান,সাধারন সম্পাদক কে,এম আল আমিন,ইলিয়াছ মাহমুদ, মাহমুদুল আলম,সজল,সোহাগ,হাফিজুল,ওমর ফারুক,আহাদ প্রমুখ। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সলঙ্গা থানা আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কে,এম শামছুল আলম (সাচ্চু) জানান,হিলফুল ফুজুল একটি মানব সেবা মুলক সংগঠন। সংগঠনটি বাল্য বিয়ে বন্ধ, ইভটিজিং প্রতিরোধ,মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা,অসহায়-হতদরিদ্রদের চিকিৎসা সহায়তা, কন্যাদায়গ্রস্থদের সহায়তা ছাড়াও মাদকমুক্ত সমাজ গঠন ও সমাজের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় অঙ্গীকারবদ্ধ।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৯-০৫-২০২২ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 733 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com