শিরোনামঃ
![]() ০২-০৫-২০২২ ০১:২২ অপরাহ্ন |
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৬ নং মাইজবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নব্বইয়ের দশকের ছাত্র নেতা বর্তমানে রাজউক কর্মকর্তা আবু শাহিন মোহাম্মদ মুনজু। প্রতি বছরই তিনি শুভেচ্ছা জ্ঞাপন ও রমজানে তিনি নিজ গ্রাম এবং আশপাশের মানুষের নানা সমস্যায় সহায়তার হাত বাড়িয়ে দেন। গতকাল এবং আজ (২ মে) তিনশ পরিবারকে তিনি শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া মসজিদ-মন্দির, বিয়ে, সৎকার, কোন পালাপার্বণ উপলক্ষ্যে তিনি সাধ্যমতো সহায়তা করেন। বিভিন্ন্ সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানেও দাওয়াত দিলে অতিথি হন।
মনেপ্রাণে সমাজদরদী ও সংস্কৃতির সেবক আবু শাহিন মুনজু। কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বেলতৈল গ্রামের মরহুম ডাঃ আজাহার আলী সরকারের পুত্র তিনি। রাজউক কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচিত নেতা।
সোমবার(২ মে)সকালে বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনয় শিল্পী আবু শাহিন মুনজু জানান, করোনার প্রকোপ কমে এখন পৃথিবী মুক্তির নিঃশ্বাস ফেলছে।বিগত দুই বছরের ঘরবন্দী ঈদের হাত থেকে আমরা এবার মুক্ত হয়েছি। ইনশা আল্লাহ এবার সবাইকে নিয়ে মুক্ত মাঠের নিঃশ্বাস নিতে নিতে ঈদের জানাজ আদায় করতে পারবো। আমি আমার গ্রামবাসী ও ইউনিয়নবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেইসাথে জানাচ্ছি ঈদ মোবারক।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com