শিরোনামঃ
![]() ০১-০৫-২০২২ ০৮:৫৪ পূর্বাহ্ন |
আবদুল জলিলঃ
পৃথিবী সৃষ্টির সেই আদিকাল থেকে মানুষের প্রয়োজনে এগিয়ে এসেছে মানুষ। যেদিন কোন ধর্মের রং ছড়ায়নি, গোত্রের নিয়ম মেনে জীবন যাপনের প্রশ্নে মানুষ ছুটে চলেছে নিরন্তর। সেই মানুষ আজ ধর্মের বর্মে আচ্ছাদিত। সব ধর্মেই মানুষকে বড় করে দেখানো হয়েছে। এই ইতিহাসের লেখকও সেই মানুষ। ধর্মের নানা উপচারে সেই আশরাফুল মাখলুকাত এখন দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে অস্তমিত সূর্যের প্রতিভু। এরপরেও বেঁচে থাকে মানবতা সেই মানুষের হাত ধরেই। একদল মারণাস্ত্র বানাচ্ছে, আরেকদল মানবতার হাতকে শক্তিশালী করতে কাজ করছে। সমাজে এখনো বিবেকবোধ সম্পন্ন ধর্ম,দলমত নির্বিশেষে মানবিক প্লাটফর্মের যাত্রী রয়েছে। তাদের আলোকিত পথে মানবতা অন্ধকারের অজন্তা গুহা থেকে বেরিয়ে আসছে। সমাজের এমনই একটি আলোর ফেরিওয়ালা টিম যারা কিনা বিপন্ন মানবতার মশালে ঢেলে দিচ্ছেন রসদ। যার কারণে মশালের প্রজ্জ্বলিত শিখা আজও পথ দেখাচ্ছে বগুড়ার শেরপুর, ধুনট, শাহজাহানপুরসহ নানা স্থানের অসহায় পরিবারকে। কি দৈব-দুর্বিপাকে, বন্যা কিংবা খরায়, শিক্ষায় অথবা কন্যাদানে, চিকিৎসা কিংবা দাফনে – সব ক্ষেত্রেই এই মানবিক টিমের নিরন্তর ছুটে চলা অব্যাহত রয়েছে। ছুটতে ছুটতেই তাদের কাজের শুরু এবং শেষ হচ্ছে। এ কারণেই সুবিধাবঞ্চিত মানুষের যুৎসই একটি প্লাটফর্মের নাম “ দৌড়” হওয়াই বাঞ্ছনীয় নয় কি!
সেই দৌড় পরিবার এবার আসন্ন ঈদুল ফিতরের এই ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন কিছু অসহায়, নিম্নবিত্ত মানুষের সাথে। এবার এই সংগঠনটি মোট ২১০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। এই দলের কেউ চিকিৎসক, কেউ সমাজকর্মি, নানা বিশ্বাসের রাজনীতির লোক, কেউবা, ব্যবসায়ী, চাকুরিজীবি। তাদের সংগৃহিত সাধারণ এবং যাকাত তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়। এক্ষেত্রে যাকাত হতে প্রাপ্ত টাকা যাকাতের নিয়ম মেনে প্রদান করেছেন। প্রতিটি পরিবারের পেয়েছেন ১টি করে শাড়ি/লুঙ্গি, সেমাই,চিনি, দুধসহ ঈদের সামগ্রী।
সংগঠনটির দৌড় শুরু হয়েছে সেই ২০০৫সাল হতে। ফয়সাল, আবুজার, ববি, ডাঃ ইকবাল, মাসুম, লিখন, রাজন, আশিক, কলিন্স, জসীম, রান্টু, বিদ্যুৎ, সুমন, আপেল, সজীব এবং তাদের ব্যাচের বন্ধুরাই দৌড় অব্যাহত রেখেছেনে। এখন তাদের সাথী অনেক মানবিক মানুষ।
রবিবার সকালে ডাঃ ইকবাল হোসেন সনি জানান, আগে থেকেই শুরু। তবে ২০১৮ সাল হতে প্রতি বছর ঈদে দৌড় পরিবার এমন আয়োজন করে আসছে এবং সবার সহযোগিতায় তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দৌড় পরিবারের উপর আস্থা রেখে যারা প্রতি বছর দেশ এবং বিদেশ হতে আমাদের সহযোগিতা করছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com