শিরোনামঃ
![]() ৩০-০৪-২০২২ ০৫:৪৪ অপরাহ্ন |
সমাজের অবহেলিত শ্রেণি হিজড়াদের এবং ইজিবাইক চালকদের ঈদ সহায়তা দিলো ভয়েজ অব কাজিপুর। মানুষের কল্যাণে কাজ করে যাওয়া উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠনটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শনিবার দুপুরে চারশটি পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করেছে। প্রতিটি প্যাকেটে ছিলো লাচ্ছা,সেমাই,সুজি,চিনি,তেল,পোলার চাল,গুড়া দুধ ইত্যাদি।আর হিজড়াদের প্রদান করা হএকটি করে শাড়ি।
সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এই সহায়তা সামগ্রী বিতরণ শেষে সংগঠনটির সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এবারেও আমাদের সংগঠন হতদরিদ্র মানুষের আর্তনাদে সাড়া দিয়েছে।সমাজের বিত্তবানরা এগিয়ে এলে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।
বিতরণকালে উপস্থিত ছিলেন ভয়েস অব কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ বাবু, উপদেষ্টা ওবায়দুল আল আমিন , মোতাহার হোসেন, কথা সাহিত্যিক রিপন আহসান ঋতু।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com