"প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপেরর ঈদ সামগ্রী বিতরণ
অন্যান্য বছরের ন্যায় এবারেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে "প্রিয় সলঙ্গার গল্প" অন লাইন ফেসবুক গ্রুপ,এডমিন ও মটারেটরদের সংগৃহিত তহবিল হতে সলঙ্গার হতদরিদ্র, গরীব,অসহায় পরিবারের মাঝে হাসি ফুটাতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় সলঙ্গা কদমতলা সমাজ কল্যাণ সমিতি পরিচালিত মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে ১০০ জন অসহায়,গরীব পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পোলার চাউল,চিনি,লাচ্ছা প্যাকেট,তেল, সাবান, দুধের প্যাকেট,আলু,পেয়াজ সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা কে,এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে এবং এস,এম ফারুক হায়দারের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব দেলোয়ার হোসেন,সমাজ সেবক আ: গাফ্ফার,সংগঠনের চীপ এডমিন শাহ আলম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক আ: মান্নান,গাজীপুর নার্সিং কলেজের লেকচারার রুখসানা আক্তার বাবলী,শিক্ষক আবদুস ছালাম, এডমিন হারুন অর রশিদ,মটারেটর তুষার তালুকদার,মটারেটর রাজু আহমেদ,সজীব আহমেদ জয়,নাজমুল হুদা,তোহা ইসলাম সহ অনেকে । সলঙ্গা এলাকার ১০০ জন এ সব গরীব ও অসহায় পরিবার ঈদ উপহার সামগ্রী পেয়ে আনন্দিত ও মহতী কাজের জন্য "প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপ সদস্যদের তারা ধন্যবাদ জানান।