চৌহালীতে জনপ্রিয় মাই টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
০২ নভেম্বর, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ন

  

চৌহালীতে জনপ্রিয় মাই টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৮-০৪-২০২২ ০৭:৫৯ অপরাহ্ন
চৌহালীতে জনপ্রিয় মাই টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সিরাজগঞ্জ চৌহালীতে সৃষ্টিতে বিস্ময় মাই টিভি চ্যানেলের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নির্বাহী অফিসারের কার্যালয়ে এতে আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও মাইটিভি বেলকুচি-চৌহালী প্রতিনিধি আব্দুল লতিফের আয়োজনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া কেক কর্তন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার।ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানার ওসি হারুন-অর-রশিদ, আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার জাইদুর রহমান জাহিদ সাংবাদিক রাশেদুল হাসান জুয়েল,রোকনুজ্জামান রকু , মাহমুদুল হাসান, আবু দাউদ রানা, আলমগীর হোসেন, ফরিদুল ইসলাম, আজিজুল হাকিম, মামুন রেজা,রমজান পরামানিক,আজাদ,নাগরপুর দেলোয়ারের মাই টিভি প্রতিনিধি আনিস খান, প্রেস ক্লাবের সদস্য বৃন্দ, অতিথির বক্তৃতায় বলেন, মাইটিভি দীর্ঘ ১৩ বছরের সম্প্রচারে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মাই টিভি সব সময় বস্তুনিষ্ঠ অনুষ্ঠান ও সংবাদ প্রচারে এক ধাপ এগিয়ে। মাই টিভির এই জনপ্রিয়তার ধারা অব্যহত রাখবে, মাইটিভি পরিবারের সার্বিক সফলতা কামনা করছি।প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।উপস্থিত ছিলেন,

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৮-০৪-২০২২ ০৭:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1022 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com