শিরোনামঃ
![]() ১৬-০৪-২০২২ ১২:০৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
১ বৈশাখ এসিআই মটরস এর সৌজন্যে সিরাজগঞ্জ এরিয়ার আয়োজনে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি "বৈশাখী উৎসব এবং "বৈশাখী ইফতার আয়োজন" করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি আফিসের SAAO,BS , রায়গঞ্জ থানা OC স্যার, সাংবাদিক সহ সকল পোর্টফলিও ডিলার,স্পেয়ার পার্টস ডিলার ও ক্রেতা, এজেন্ট, প্রোবাবল ক্রেতাসহ এরিয়ার সকল অফিসারবৃন্দ।
ধন্যবাদ এসিআই মটরস কে এত সুন্দর আয়োজনের উপলক্ষ তৈরি করে দেওয়ার জন্য এবং সেই সাথে ধন্যবাদ GM sir কে আমার RSM বস্ কে সুন্দর গাইড লাইন দেওয়ার জন্য এবং TSA, SSR,MO,ARO,Sr.MO,Sr.ARO সহ যাদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত হলো বলে জানান টেরিটোরি মানেজার মনোয়ার হোসেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com