দোয়া ও রায় প্রত্যাশী শেখ শাহ আলম
১৫ অক্টোবর, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ন

  

দোয়া ও রায় প্রত্যাশী শেখ শাহ আলম

আব্দুল জলিল
১৬-০৪-২০২২ ১১:০২ পূর্বাহ্ন
দোয়া ও রায় প্রত্যাশী শেখ শাহ আলম

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে কার্য্য নির্বাহী কমিটির সদস্য পদে প্রার্থী হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট গীতিকার ও সুরকার এবং চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম। কাজিপুরের এই কৃতি সন্তান সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।

গত বছর তার প্রযোজিত‘ একজন মহান পিতা’ ছবিটি দর্শকপ্রিয়তা পায়। এরপর থেকে তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উন্নয়নে কাজ করার ইচ্ছে পোষণ করেন।এ কারণে তিনি কার্য্য নির্বাহী কমিটির সদস্য পদে প্রার্থী হয়েছেন।তিনি জানান, চলচ্চিত্রের  পরিবেশক ও প্রযোজকদের উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে সে উদ্দেশ্যকে সামনে রেখে এগুতে চাই।  


আব্দুল জলিল ১৬-০৪-২০২২ ১১:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 803 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com