কাজিপুরে কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান
১১ অক্টোবর, ২০২৫ ০৯:৪৭ অপরাহ্ন

  

কাজিপুরে কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান

আব্দুল জলিল
০৭-০৪-২০২২ ০৬:০৯ অপরাহ্ন
কাজিপুরে কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্চের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের এক কৃষককে কম্বাইন্ড হারভেস্টার মেশিন  প্রদান করা হয়েছে। তিনি এই মেশিনটি ভর্তুকিমূল্যে পেলেন। কাজিপুর উপজেলা কৃষি অফিস ষূত্রে জানা গেছে এসিআই এর এই মেশিনটি দিয়ে একই সাথে ধান. গম কাটা ও মাড়াইসহ যাবতীয় কাজ করা যাবে। মেশিনটির মটো মূল্য ২৭ লক্ষ টাকা। কিন্তু কৃষককে দিতে হয়েছে মাত্র ১৪ লক্ষ পঁচাত্তর হাজার টাকা।

 মেশিন প্রদানকালে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, এসিআই এর প্রতিনিধি মোস্তফা কামাল মানিক, রবিন কুমার রায়সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  


আব্দুল জলিল ০৭-০৪-২০২২ ০৬:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 548 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com