বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে "স্বপ্ন সিরাজগঞ্জ শাখা"র স্বাধীনতা দিবস উদযাপন
১৫ অক্টোবর, ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ন

  

বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে "স্বপ্ন সিরাজগঞ্জ শাখা"র স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৬-০৩-২০২২ ০৯:৪৪ অপরাহ্ন
বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে "স্বপ্ন সিরাজগঞ্জ শাখা"র স্বাধীনতা দিবস উদযাপন
জি,এম স্বপ্না, সলঙ্গায় একটি মানব উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্ন সিরাজগঞ্জ শাখা"র উদ্দ্যোগে সলঙ্গা থানা সদর মাওলানা আব্দুল ওয়াহেদ মিলনায়তনে শনিবার মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ফ্রী ব্লাড গ্রুপিং ও সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর হতে ৪০ বছর বয়সীদের ফ্রী ব্লাড গ্রুপ নির্নয় করা হয়। স্বপ্ন সিরাজগঞ্জ শাখা ইতিপূর্বেও একাধিকবার ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে । মহান স্বাধীনতা দিবসের আয়োজনে স্বপ্ন সিরাজগঞ্জ শাখার বিভিন্ন কর্মসুচী পালিত হয়। সংগঠনের শাখা পরিচালক আশিক ইকবাল বাবু ও সাধারন সম্পাদক কে,এম জাহিদুল ইসলামের আয়োজনে দিনের প্রথম প্রহরে কদম তলা অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা, রেলী, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ,ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়সহ রক্তদানে উদ্বদ্ধকরণ কর্মসুচী পালিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের শাখা পরিচালক আশিক ইকবাল বাবু।সাধারন সম্পাদক কে, এম জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আহসান হাবীব,গজেন্দ্রনাথ মন্ডল,আব্দুস সালাম, মারুফ হাসান খোকন, কে,এম আমিনুল ইসলাম হেলাল,নুর হোসেন ভুলু, আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন, আ: হান্নান নান্নু,কে এম মহিউদ্দীন প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৬-০৩-২০২২ ০৯:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 420 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com