কাজিপুরে অন্যের সম্পত্তি দখল ও মামলা থেকে বাঁচতে অভিনব কৌশল
১৩ অক্টোবর, ২০২৫ ০১:০৮ অপরাহ্ন

  

কাজিপুরে অন্যের সম্পত্তি দখল ও মামলা থেকে বাঁচতে অভিনব কৌশল

আব্দুল জলিল
২০-০৩-২০২২ ০৫:০৪ অপরাহ্ন
কাজিপুরে অন্যের সম্পত্তি দখল ও মামলা থেকে বাঁচতে অভিনব কৌশল

মারপিটের মামলার ভয় ও অন্যের সম্পত্তি জবরদখল করতে অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন আব্দুল কাদের ও ও তার চাচা সন্তেষ আলী। কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামের ওই দুই ব্যক্তি ও তার লোকজনের বিরুদ্ধে সম্পত্তি জবরদখল ও মারপিটের মামলা রয়েছে। আর এই মামলা থেকে বাঁচতে বিবাদীপক্ষ নিজের মাথা কেটে হাসপাতালে ভর্তি হয়ে কাউন্টার মামলার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে হাটশিরা গ্রামের রব্বেল প্রামানিকের মেয়ে তাসলিমা সাংবাদিকদের নিকট এমন অভিযোগ জানান। তিনি সাংবাদিকদের একই গ্রামের আব্দুল কাদের ও তার লোকজনের জুলুম নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেন।এসময় তিনি মামলার কাগজপত্র দেখার। মামলাসূত্রে জানা গেছে, হাটশিরা মৌজার আরএস ১৩৫৬ ও ১২২৬ দাগের তাদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করতে পায়ঁতারা করেন আব্দুল কাদের। এক পর্যায়ে তারা জমিতে জোরপূর্বক প্রবেশ করে। বাধা দিলে তারা তাসলিমাদের বেদম মারপিট করেন। আহতরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে ১৬ মার্চ তাসলিমার চাচী রসনা খাতুন কাদেরগংদের বিরুদ্ধে মারপিটের মামলা করেন।জমি দখল প্রচেষ্টার বিষয়ে কাদের গংদের বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতের মামলার শুনানির তারিখ ছিলো গত ১৫ মার্চ। প্রতিপক্ষ কাদের গং সেই মামলার শুনানিতে না গিয়ে ওইদিনই জমিতে প্রবেশ করে। বাধা দিলে এই মারপিটের ঘটনা ঘটে।এদিকে এই মামলা থেকে নিজেদের বাঁচাতে কাদেরের চাচা সন্তেষ আলী বৃহস্পতিবার রাতে ব্লেড দিয়ে মাথার কিছুটা কেটে হাসপাতালে ভর্তি হয়। তাদের উদ্দেশ্য রসনাদের মামলার কাউন্টার হিসেবে ওই মামলা করা। কিন্তু ঘটনার দিন বৃহস্পতিবার সারাদিনই সন্তেষ নিজ বাড়িতেই ছিলো। অথচ রাতে সে এইকাজ করেছে।এসময় উপস্থিত অনেকেই সারাদিন সন্তেষকে নিজ বাড়িতে দেখেছেন বলে প্রতিবেশিরা জানান।

তাসলিমা আরও অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মোবাইল ফোনে কথা বলার সময় কাদেরের চাচা সন্তেষ আলী ওতার স্ত্রী ধর্ষণের উদ্দেশ্যে জোরপূর্বক মুখ চেপে ধরে পাশের বাড়িতে নিয়ে যায় এবং আমার সাথে ধস্তাধস্তি চলে। এসময় আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লোকজন ওই ঘর থেকে আব্দুল কাদেরকে বের হয়ে যেতে দেখেছেন।

এসব ঘটনার বিবরণ দিতে গিয়ে  দিয়ে তাসলিমা এক পর্যায়ে মূর্চ্ছা যান।তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নিজ জমি রক্ষা ও ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার কামনা করেন।এই ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান। 


আব্দুল জলিল ২০-০৩-২০২২ ০৫:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 442 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com