শিরোনামঃ
![]() ১৮-০৩-২০২২ ০৩:৪৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ : সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উ;যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কুইজ, রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ প্রাঙ্গণে বিএনসিসি’র প্যারেডের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে সকাল ১০ টায় শিক্ষক মিলনায়নে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম।তিনি জানান , ‘ বঙ্গবন্ধুর জীবন আর্দশ মৃল্যবোধের চেতনায় ধারণ করে বর্তমান প্রজম্মকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আমরা বাংলা নামের দেশ পেয়েছি। তাই বঙ্গবন্ধু মানেই বাঙালির মুক্তি, বঙ্গবন্ধু মানেই সোনার বাংলা। একারণেই তার আর্দশকে লালন করতে করা জরুরি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নাসির উদ্দিন মিয়া,প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম,সহযোগী অধ্যাপক ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মাহসুদুল হাসান মাজেদ,ইসলামের ইতিহাস বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান এবং
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইতিরানী বিশ্বাসের পরিচালনায় অন্যদের মধ্যে ব্যবস্থাপণা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান মুক্তা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন
সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসান হাবীব, সহকারী অধ্যাপক মাহবুবুল আলম , রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, রসায়ন বিভাগের প্রভাষক এস,এম আদিলুজ্জামানন, অর্থনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেন, বাংলা বিভাগের প্রভাষক আফরিনা হোসেন, আলমগীর হোসেন, ইতিহাস বিভাগের প্রভাষক সজীব রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক স্বপ্না খাতুনসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় বঙ্গবন্ধুর জীবনের উপর বক্তৃতা রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়। পরে কেক কেটে অতিথি বৃন্দ সকলের মাঝে তুলে দেন। এরপর কলেজ চত্বরে বটতলায় চিরঞ্জীব মুজিব শিরোনামে চলচিত্র প্রদর্শিত হ
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com