কাজিপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
১১ অক্টোবর, ২০২৫ ০৯:৪৬ অপরাহ্ন

  

কাজিপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আব্দুল জলিল
১৪-০৩-২০২২ ০৬:১৬ অপরাহ্ন
কাজিপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সোমবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।  উপজেলা পরিষদ খেলার মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলা চলবে তিন দিন। কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেলায় কৃষিপণ্যের মোট ১৬ টি স্টল স্থান পেয়েছে। 

কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিমের আমন্ত্রণে উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও মেলায় স্থাপিত স্টলগুলো ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত(পিপিএম), উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।  এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। 


আব্দুল জলিল ১৪-০৩-২০২২ ০৬:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 602 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com