কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি
১২ অক্টোবর, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন

  

কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

আব্দুল জলিল
০৯-০৩-২০২২ ০৬:৪০ অপরাহ্ন
কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম ও ১নং যুগ্ম আহবায়ক লিয়াকত আলীকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার(৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক  স্বপন শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,  কাজিপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম ও ১নং যুগ্ম আহবায়ক লিয়াকত আলী দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণিত হয়েছে। তাই  তাদের স্থায়ী পদ থেকে অব্যাহতি দেয়া হলো।

 জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার পারভেজ কাজল ও সাধারন সম্পাদক  সিরাজুল ইসলাম সিরাজ এই সিদ্ধান্তের অনুমোদন করেন। 


আব্দুল জলিল ০৯-০৩-২০২২ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 699 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com