শিরোনামঃ
![]() ০৯-০৩-২০২২ ০৬:৩৫ অপরাহ্ন |
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃÑ কাজিপুরে প্রাতিষ্ঠানিক প্রসবসেবা বেদ্ধি করার লক্ষ্যে গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ববতী এবং প্রসব উত্তর সেবা বিষয়ে সচেতনতাসৃষ্টি করার লক্ষ্যে দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৯ মার্চ)কাজিপুর পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে জাইকার অর্থায়নে দুইদিন ব্যাপি প্রশিক্ষনে ৬০ জন গর্ভবতী মহিলা অংশ গ্রহণ করেন।
কাজিপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিকের সঞ্চলনায় দুইদিন ব্যাপি কর্মশালায় প্রশিক্ষক ও সহযোগী হিসাবে উপ পরিচালক পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জের মোঃআব্দুল্লাহেল বাকী, কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, মেডিক্যাল অফিসার(এম সি এইচ এফ পি) ডাঃ পাভেজ সেখ, মেডিক্যাল অফিসার(এম সি এইচ এফ পি) ডাঃচিত্রা ঘোষ,মোঃ আব্দুল্লাহ উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর পরিচালন ও উন্নয়ন প্রকল্পকাজিপুর গণ উপস্থিত ছিলেন। #
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com