শিরোনামঃ
![]() ০৮-০৩-২০২২ ০৫:২৯ অপরাহ্ন |
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে এক র্যালি অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কাজিপুরের আয়োজনে এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রারানী সাহার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। তিনি বলেন, বর্তমান সরকার সর্বক্ষেত্রেই সমতা নিয়ে এসেছেন। কিন্তু সেটা আর বৃদ্ধির জন্যে মূলত নারীদেরও নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করার মানসিকতা সৃষ্টি করতে হবে।
সভায় অন্যদের মধ্য দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপেজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, তথ্য কর্মকর্তা মৌসুমি, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সোহেল রানা প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com