শিরোনামঃ
![]() ০৮-০৩-২০২২ ০৯:২৫ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরের মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বেলতৈল গ্রামে গত ৩ মার্চ গভীর রাতে এই ঘটনা ঘটে। এই বিষয়ে পরদিন কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ছিনতাইয়ের শিকার বেলতৈল গ্রামের মুন্টু তরফদারের স্ত্রী সুকতারা খাতুন।
থানায় দেয়া অভিযোগসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে এগারটায় শুকতারা নিজ বাড়ি থেকে তাদের পুরান বাড়িতে যাচ্ছিলেন। এসময় একই গ্রামের রাব্বি, সেলিম, মাসুদ, সাজু, কায়ুম, সৌরভ, সাউন, আরিফুল, শামীম ও রাশেদ সুকতারাকে টেনে হিচড়ে পাশের এক বাড়িতে নিয়ে যায়। পরে তাকে এলাপাথারি কিল ঘুষি মেরে তার নিকটে থানা সেলাই মেশিন বিক্রির কুড়ি হাজার টাকা ও গলায় থাকা আট আনি সোনার একটি চেইন তারা ছিনিয়ে নেয়। পরে সুকতারার ডাক চীৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়।
পরদিন সুকতারা কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইন চার্জ শ্যামল কুমার দত্ত(বিপিএম) জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com