শিরোনামঃ
![]() ০৭-০৩-২০২২ ০৫:৫০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন করা হয়েছে৷ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। সকাল ১০টায় উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাঙ্কন, ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এরপর বেলা এগারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
আলোচনায় ভার্চয়ালি অংশ নেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। অন্যদের মধ্য কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা,কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত(বিপিএম) বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, ইউনুস উদ্দিন, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন প্রমূখ। এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে কর্মসূচী পালন করা হয়৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com