সতেরো হতদরিদ্র পেলেন সেলাই মেশিন
১৬ অক্টোবর, ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ন

  

সতেরো হতদরিদ্র পেলেন সেলাই মেশিন

আব্দুল জলিল
০৪-০৩-২০২২ ০৪:২৫ অপরাহ্ন
সতেরো হতদরিদ্র পেলেন সেলাই মেশিন

স্টাফ রিপোর্টারঃ ‘মানুষের  প্রয়োজনে মানুষ’- প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে ১৭ টি হতদরিদ্র  নারীর পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।  শুক্রবার উপজেলা সিমান্তবাজারে স্বেচ্ছাসেবি সংগঠন ৯৫ ফাউন্ডেশন’র উদ্যোগে এই সেলাই মেশিনগুলো সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হয়েছে। সংগঠনের সহ সভাপতি প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমাজন জাকির জানান,  বিগত পাঁচ বছর যাবৎ আমরা বন্ধুরা একসাথে একটি ফান্ড তৈরি করে বছরের নানা সময়ে স্বেচ্ছায় মানুষের জন্যে  কাজ করে যাচ্ছি। বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রধান অতিথি কাজিপুর  উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বিশেষ অতিথি সংগঠনের সভাপতি প্রকৌশলী আবু রায়হান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।   


আব্দুল জলিল ০৪-০৩-২০২২ ০৪:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 321 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com