শিরোনামঃ
![]() ০২-০৩-২০২২ ০৬:২৯ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে ইছামতি পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনা মূল্যে দুইশ হতদরিদ্র রোগী চিকিৎসা সেবা পেলেন। বুধবার(২ মার্চ) বেলা ১১টায় থেকে বিকেল পর্যন্ত উপজেলার দক্ষিণ পাইকপাড়ায় অবস্থিত সংস্থার কার্যালয়ে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। সকালে কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির সভাপতি আনোয়ার হোসেন তারা।
এসময় উপজেলার দক্ষিণ পাইকপাড়া ও আশপাশের গ্রামের হতদরিদ্র নারী-পুরুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইফতেখারুল হকের নেতৃত্বে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
সকালে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইছামতি পল্লী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মদন কুমার, কোষাধ্যক্ষ স্বপন কুমার, কার্যকরী সদস্য আবু মোতালেব, সাইফুল ইসলাম, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com