শিরোনামঃ
![]() ০১-০৩-২০২২ ০৬:২৬ অপরাহ্ন |
আধুনিক প্রযুক্তি সম্পাসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১ মার্চ) দুপৃরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা গ্রামে আয়োজিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শওকত হোসেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের আয়োজনে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আ,জামু. আহসান শহীদ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরডিএডিপি’র উপ পরিচালক কৃষিবিদ এসএম আমিনুজ্জামান ও কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রায় চারশ কিষাণ কিষানী অংশ নেন।বক্তাগণ কাজিপুরে সরিষা চাষের সময় ও সম্ভাবনা তুলে ধরেন। সেইসাথে ব্রি-৮৭ জাতের ধান চাষের পরামর্শ দিয়ে বলেন, এই ধান অন্য যেকোন ধানের চেয়ে ৭ থেকে ১০ দিন পূর্বে কৃষকের ঘরে আসে। তাই এই ধান চাষ করলে সরিষা চাষের সম্ভাবনা বেশি থাকে। এসময় বক্তাগণ অধিক পরিমাণে জৈবসার হিসেবে ভার্মি কম্পোস্ট ব্যবহারের পরামর্শ দেন। মাঠ দিবেসের এই অনুষ্ঠানে কাজিপুর কৃষি অফিসে কর্মরত উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com