কাজিপুরে উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন- সভাপতি রেফাজ মাস্টার, সম্পাদক খলিল সিরাজী
১২ অক্টোবর, ২০২৫ ০৫:৫৬ অপরাহ্ন

  

কাজিপুরে উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন- সভাপতি রেফাজ মাস্টার, সম্পাদক খলিল সিরাজী

আব্দুল জলিল
২৪-০২-২০২২ ০৬:০৭ অপরাহ্ন
কাজিপুরে উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন- সভাপতি রেফাজ মাস্টার, সম্পাদক খলিল সিরাজী

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) সকাল এগারটায় সম্মেলণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান। কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য আক্তার জাহান, প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বাবু বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আব্দুর রহমান, সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। বিশেষ বক্তা ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। সম্মেলনে উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভা আ.লীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কাজিপুর উপজেলা আ.লীগের নতুন কমিটির সভাপতি হিসেবে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য রেফাজ উদ্দিন মাস্টার এবং সাধারণ সম্পাদক পদে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর নাম ঘোষণা করা হয়।


আব্দুল জলিল ২৪-০২-২০২২ ০৬:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 931 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com