সিলেটে সম্পত্তি দখলে নিতে মৃত বড় ভাইয়ের স্ত্রীর সন্ত্রাসী হামলাঃ গুরুতর আহত চার
১৩ অক্টোবর, ২০২৫ ০৩:৩২ অপরাহ্ন

  

সিলেটে সম্পত্তি দখলে নিতে মৃত বড় ভাইয়ের স্ত্রীর সন্ত্রাসী হামলাঃ গুরুতর আহত চার

আব্দুল জলিল
২৩-০২-২০২২ ১১:০৯ অপরাহ্ন
সিলেটে সম্পত্তি দখলে নিতে মৃত বড় ভাইয়ের স্ত্রীর সন্ত্রাসী হামলাঃ গুরুতর আহত চার

স্টাফ রিপোর্টারঃ

সম্পত্তি দখল করতে এক নারীর  ভাড়াটে লোকজন কুপিয়েছে তার মৃত স্বামীর ভাইদের। সন্ত্রাসীদের এলোপাথাড়ি কোপে গুরুতর আহতরা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।মামলায় বড় ভাই মৃত মারুফ আহমদের তৃতীয় স্ত্রী জাহেদা আক্তারসহ সাতজনকে আসামী করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে সিলেট সিটি কর্পোরেশনে  ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায়।  

মামলা ও স্থানীয়সূত্রে জানা গেছে, পাঠান পাড়ার বাসিন্দা আমেরিকা প্রবাসী ছাদেক  আহমদ । তারা ৪ ভাই ও ৩ বোন। তাদের পিতা কয়েক বছর পূর্বে মারা যান। কিন্তু পিতার রেখে যাওয়া সম্পত্তির কোন ভাগবাটোয়ারা হয়নি। ছাদেকের বড় ভাই মৃত মারুফ আহমদের ৩য় স্ত্রী জাহেদা আক্তার তার সন্তানকে নিয়ে পাঠান পাড়ার বাড়িতেই  থাকতেন। সম্প্রতি তিনি ওই বাড়িটি তার নিজের বলে দাবী  করেন।  এই নিয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে  জাহেদার মতবিরোধ দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য পরিবারের সদস্যগণ স্থানীয়ভাবে অনেক চেষ্টা করে ব্যর্থ হন।  জাহেদা আক্তার কোন বিষয়েরই তোয়াক্কা না করে বাড়িটি জোর করে দখলে রাখেন।

এদিকে সম্প্রতি  আমেরিকা প্রবাসী ছাদেক আহমদ  দেশে আসেন। তিনি পৈত্রিক সম্পত্তি ওই বাড়িটিতে প্রবেশ করতে গেলে জাহেদা আক্তার  বাধা দেন। এ পর্যায়ে ভাড়া করে সন্ত্রাসী  নিয়ে আসেন। এরপরেও ছাদেক ও তার অন্য ভাইয়েরা ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে সন্ত্রসীরা  চাপাতি, দা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে করে সন্ত্রসীদের কোপে  ছাদেক আহমদ,শামিম আহমদ, রাজন আহমদ ও রাজিব আহমদকে মারাত্মক আহত হন। বর্তমানে আহতরা সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় পরে রাজন আহমদ বাদী হয়ে এসএমপির মোগলাবাজার থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।   পূর্বে মৃত মারুফ আহমদের লন্ডন প্রবাসী ২য় স্ত্রী দেশে ফিরে ওই বাড়িতে প্রবেশ করতে গেলে তাকেও নানা প্রকার ভয়ভীতি দেখায় এবং জাহেদা ও তার লোকজন বাড়িতে ঢুকতে বাধা দেয়।

উল্টো জাহেদা খাতুন   লন্ডন প্রবাসী সাহেদ আহমদসহ অন্য ভাইদের নামে একটি হয়রানিমূলক মামলা দায়ের করেন। সেইসাথে সন্ত্রীদের দ্বারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাচ্ছেন তিনি। বর্তমানে  এই পরিবার অনেকটা নিরাপত্তাহীনতায়ভোগছেন বলে ভুক্তভোগীরা জানান।এদিকে থানাসূত্রে জানা গেছে, আসামীদের আটক করে এরই মধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে। 

 

 


আব্দুল জলিল ২৩-০২-২০২২ ১১:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 275 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com