কাজিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
১৬ অক্টোবর, ২০২৫ ০২:৫৬ পূর্বাহ্ন

  

কাজিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আব্দুল জলিল
২১-০২-২০২২ ০৩:৪২ অপরাহ্ন
কাজিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টারঃ- নানা আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত বারোটা এক মিনিটে উপজেলা প্রশাসন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভোরে কাজিপুর উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠন, বীর মুক্তযোদ্ধাগণ, কাজিপুর প্রেসক্লাব, কালেরকণ্ঠ শুভ সংঘ, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটসহ নানা সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেলা এগারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে দিবসটির তাৎপর্য তুলে এক আলোচনা ও দোয়ার আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, ইসলামিক  ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফেরদৌস আলম, ওলামালীগের সভাপতি মাওলানা আব্দুল মোত্তালিব।

এরপর  রচনা  ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


আব্দুল জলিল ২১-০২-২০২২ ০৩:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 408 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com