অবশেষে শ্রীঘরে ঠাঁই হলো নকল মা-বাবার
১৩ অক্টোবর, ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন

  

অবশেষে শ্রীঘরে ঠাঁই হলো নকল মা-বাবার

আব্দুল জলিল
১৪-০২-২০২২ ১০:২৮ পূর্বাহ্ন
অবশেষে শ্রীঘরে ঠাঁই হলো নকল মা-বাবার

শেষ রক্ষা হলো না সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেরিপোটল পাঁচানি পাড়ার আবু সাইদ আর আল্পনা খাতুন দম্পতির।  অন্যের পুত্র সন্তানকে নিজের সন্তান হিসেবে চালিয়ে এক বছর নির্বিবাদে কাটলেও এবার তারা ধরা পড়েছেন। সন্তানের ভুয়া তথ্য দিয়ে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে পুলিশ তাদের ধরে  আদালতের মাধ্যমে শ্রীঘরে পাঠিয়েছে। এর আগে রোববার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুর থানায়  মামলা করেন ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক রহিমা খাতুন।

মামলা সূত্রে জানা গেছে, আল্পনা খাতুনের দেবর সোলায়মানের স্ত্রী জেসমিন খাতুন ওরফে সাহেলার  বোন লিজা ওরফে বুলি খাতুন জয়পুরহাটে সূর্যের হাসি ক্লিনিকে চাকরি করতেন। তিনি জয়পুরহাট সদর উপজেলার নতুন হাট শেখ পাড়ার নূর ইসলামের মেয়ে ছালমা খাতুনের শিশু সন্তান ছাব্বিরকে দত্তক নিয়ে দেন বোন সাহেলাকে। কিন্তু দত্তক সন্তান  ছাব্বিরকে নিজের সন্তান দাবী করে ভুয়া তথ্য দিয়ে কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ভাতার টাকা তুলে আত্মসাৎ করছিলেন সাহেলার আপন জাঁ আল্পনা খাতুন। 

এ বিষয়ে কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা জানান, দুগ্ধ শিশুর ভুয়া তথ্য দিয়ে আল্পনা খাতুন ২০২১ সালের জুলাই মাস থেকে অদ্যবধি ১২ হাজার টাকা আত্মসাৎ করেন।আমরা কিছু জানতেও পারি নাই। এরইমধ্যে দুদিন পূর্বে  দত্তক শিশু ছাব্বিরের পালক মা সাহেলা এ বিষয়ে আমার নিকট অভিযোগ দেন। তখনই বিষয়টি খতিয়ে দেখার জন্য থানা পুলিশকে অবহিত করি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত(পিপিএম) জানান, ছাব্বিরের আসল মাকে খুঁজে পাওয়া গেছে। তার বাড়ি জয়পুরহাটে। তাকে থানায়ও আনা হয়েছে। 

তিনি আরও জানান, ২০২০ সালের আগস্টের ১০ তারিখে জয়পুরহাটে এভিডেভিড করে ছাব্বিরকে সাহেলার কাছে দত্তক দেন তার আপন মা ছালমা খাতুন। গ্রেপ্তার দম্পতিকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আব্দুল জলিল ১৪-০২-২০২২ ১০:২৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 574 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com