কাজিপুরে দুই জুয়ারু আটক
১৩ অক্টোবর, ২০২৫ ০৮:২৭ অপরাহ্ন

  

কাজিপুরে দুই জুয়ারু আটক

আব্দুল জলিল
১২-০২-২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন
কাজিপুরে দুই জুয়ারু আটক

নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ সিরাজগঞ্জের কাজিপুরে দুই জুয়ারুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার  

মাথাইলচাপড় গ্রামের মৃত শাহ জামালের পুত্র বিপ্লব (৪০) এবং চালিতাডাঙ্গা গ্রামের মৃত মোকছেদ তালুকদারের পুত্র ফজলুল হক ওরফে ফিলিপ্স (৪৫)।

 

বুধবার( ৯ ফেব্রূয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চালিতাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, গ্রেপ্তারকৃত দুই জুয়ারুর বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার(১০ ফেব্রুযারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 


আব্দুল জলিল ১২-০২-২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 319 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com