কাজিপুরে ছিন্নমূলদের শীত নিবারণে কম্বল দিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট
১৬ অক্টোবর, ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ন

  

কাজিপুরে ছিন্নমূলদের শীত নিবারণে কম্বল দিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

আব্দুল জলিল
১১-০২-২০২২ ১১:৪৯ পূর্বাহ্ন
কাজিপুরে ছিন্নমূলদের শীত নিবারণে কম্বল দিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

স্টাফ রিপোর্টারঃ মানুষ মানুষের জন্যে- প্রতিপাদ্যে শিল্প সাহিত্যে ঋদ্ধ বাংলামেধ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে যাচ্ছে বঙ্গমাতা সাংসআকৃতিক জোট। এই সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার, সরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম দাঁড়িয়েছেন অসহায় ছিন্নমূলদের পাশে। এই হাড় কাঁপানো শীতে তাদের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া, বেলকুচি, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর ও কাজিপুরের পাঁচশজনকে একটি করে কম্বল প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) কাজিপুরের মাইজবাড়ী, চালিতাডাঙ্গা, সোনামুখী ও গান্ধাইলে কম্বল বিতরণ করা হয়েছে। কাজিপুরে বিতরণ সমন্বয় করেন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আবদুল জলিল। এসময় উপস্থিত ছিলেন গান্ধাইল ইউনিয়ম শাখার সভাপতি জুয়েল শেখ, চালিতাডাঙ্গা শাখার মোহাম্মদ আশরাফুল, সোনামুখী শাখার চঞ্চল ভৌমিক, পলাশ বাবু রনি, মাইজবাড়ী শাখার মাহবুব আলম প্রমূখ। 


আব্দুল জলিল ১১-০২-২০২২ ১১:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 303 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com