সিরাজগঞ্জে শীতার্তদের পাশে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট
১৬ অক্টোবর, ২০২৫ ০৮:৩৮ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে শীতার্তদের পাশে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

আব্দুল জলিল
০৯-০২-২০২২ ০৫:৫৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে শীতার্তদের পাশে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

সিরাজগঞ্জের বেলকুচিতে দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।

 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার মুকন্দগাঁতী বাজারে অবস্থিত বেলকুচি কালচারাল অর্গানাইজেশন কক্ষে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম।

 

বেলকুচি কালচারাল অর্গানাইজেশনের সভাপতি হীরা মিয়ার সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খাঁন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন চন্দ্র দাস ও বেলকুচি উপজেলা শাখার সদস্য তারিকুল ইসলাম রোমিও।  এ সময় সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক রাজীব আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আরেফিন হক আলভী, সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি উত্তম কুমার সূত্রধরসহ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ৫শত কম্বল বিতরণ করবে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। এরই অংশ হিসেবে বেলকুচিতে শতাধিক দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


আব্দুল জলিল ০৯-০২-২০২২ ০৫:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 267 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com