কাজিপুরে ও এম এস এর চাল বিক্রয় শুরু
১২ অক্টোবর, ২০২৫ ০৫:১২ পূর্বাহ্ন

  

কাজিপুরে ও এম এস এর চাল বিক্রয় শুরু

আব্দুল জলিল
২২-০১-২০২২ ০৪:০৪ অপরাহ্ন
কাজিপুরে ও এম এস এর চাল বিক্রয় শুরু

সিরাজগঞ্জের কাজিপুর  কাজিপুর পৌর সভার করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে ওএমএস এর চাল বিক্রয় শুরু হয়েছে।

২২ জানুয়ারি শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেনেউপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান।

এ সময় খাদ্য গুদাম কর্মকর্তা এস এম মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

কাজিপুর পৌর সভার তিনটি কেন্দ্রের মাধ্যমে শুক্রবার ব্যতিত সপ্তাহের প্রতিদিন ১'টন করে চাল ও ১'টন আটা উপকারভোগীদের মাঝে সরবরাহ করা হবে। সরবরাহকৃত চাল ৩০ টাকা হিসেবে ৫ কেজি, আটা ১৮ টাকা হিসেবে ৫ কেজি করে সুবিধাভোগীদের মাঝে প্রদান করা হবে।


আব্দুল জলিল ২২-০১-২০২২ ০৪:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 589 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com