শিরোনামঃ
![]() ২২-০১-২০২২ ১১:০৩ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চকপাড়া গ্ৰামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত নুরুল ইসলাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় উপজেলার চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি করেন প্রয়াত নুরুল ইসলামের সহধর্মিণী সুরাইয়া ইসলাম মুন্নী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, চালিতাডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল, মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বর জাহাঙ্গীর আলম প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনালে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী দল সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে রানার্সআপ এবং চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রয়াত নুরুল ইসলামের পরিবারের সদস্যবৃন্দ ও চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।উল্লেখ্য চ্যাম্পিয়ন দল ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দল পেয়েছেন ২৪ ইঞ্চি এলইডি টিভি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com