শিরোনামঃ
![]() ২০-০১-২০২২ ১০:৩৭ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় গ্রামীন সুবিধা বঞ্চিত নারীর সমস্যা সমাধানের নিমিত্তে স্বাস্থ্য বিধি মেনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(১৮ জানুয়ারি) মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার গান্ধাইল ইউনিয়নের গান্ধাইল গ্রামের সাহা পড়ায় উপজেলা তথ্য অফিসার মৌসুমি বসাক এর আয়োজনে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম । মুল বিষয়টি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা( তথ্য আপা) মৌসুমি বসাক। উক্ত উঠান বৈঠকে আলোচকরা বাল্য বিবাহের কুফল, যৌতুক, নারী নির্যাতন,বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা, ই- কমার্স সেবা,লাল সবুজ ডটকম এর মাধ্যমে নিবন্ধন, বিভিন্ন অফিসের সেবা সম্পর্কে তথ্য প্রদান,অনলাইন সেবা,আইনী পরামর্শ ও কৃষি বিষয়ক - কৃষণীদের নানা পরামর্শ , শিক্ষা, ব্যবসা সংক্রান্ত পরামর্শ প্রদানসহ নানা বিষয় নিয়ে আলোকপাত করেন। উক্ত উঠান বৈঠকে অংশ নেওয়া ৫০ জন নারীদের কে ১০০ টাকা করে সন্মানিও নাস্তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা সহকারী রত্না খাতুন ও অনামিকা মমি এবং উপসহকারি কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com