মোরগেই জয়ের মালা পরলেন সোনামুখীর ৮ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন
২১ অক্টোবর, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন

  

মোরগেই জয়ের মালা পরলেন সোনামুখীর ৮ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন

আব্দুল জলিল
০৬-০১-২০২২ ০৫:১৩ অপরাহ্ন
মোরগেই জয়ের মালা পরলেন সোনামুখীর ৮ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন

স্টাফ রিপোর্টারঃ পঞ্চম ধাপের আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচণে শেষ হাসি হাসলেন আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মুন্সী। তিনি কাজিপুর প্রেসক্লাবের একজন সদস্য। মোরগ মার্কা প্রতীকে নির্বাচন করে তিনি জয়লাভ করলেন। ওই ওয়ার্ডের তিনজন প্রার্থীর মধ্যে শতাধিক ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন। বুধবার(৫ জানুয়ারি) ফলাফল ঘোষণার পরেই আনোয়ার মুন্সীর সমর্থকেরা উল্লাসে মেতে ওঠে।

 তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনোয়ার হোসেন জানান, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। আমি জয়লাভ করেছি। আমি মহান আল্লাহ পাকের নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরাজিত দুই প্রার্থীকেও আমি শুভকামনা জানাই। তাদের সাথে নিয়েই স্থলবাড়ী গ্রামের উন্নয়নে কাজ করে যাবো।


আব্দুল জলিল ০৬-০১-২০২২ ০৫:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 636 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com