শিরোনামঃ
![]() ০৪-০১-২০২২ ০৪:৩৭ অপরাহ্ন |
রাত পোহালেই পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ ইউনিয়নের ১২৬টি ভোট কেন্দ্রে ভোট দেবেন ২ লাখ ৮ হাজার ৭৪২ জন ভোটার। কেন্দ্রগুলোর মধ্যে ৪৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন প্রশাসন।
এদিকে নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার(৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সবকটি কেন্দ্রে নির্বাচণী সরঞ্জাম পৌঁছে গেছে।
বিকেলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ আনসার ও বিজিবি সদস্যগণ নির্বাচনে টহল দেবেন। ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, চরাঞ্চলের ২৪টি ও সমতল অঞ্চলের ২০টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এগুলোর মধ্যে সোনামুখীর ৩টি, চালিতাডাঙ্গার ৫টি, গান্ধাইলের ৪টি, শুভগাছার ২টি, কাজিপুরের ৪টি, মাইজবাড়ির ৫টি, খাসরাজবাড়ির ৩টি, চরগিরিশের ৩টি, নাটুয়ারপাড়ার ৪টি, তেকানীর ৩টি, নিশ্চিন্তপুরের ২টি ও মনসুরনগর ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্র রয়েছে। সাধারণ কেন্দ্রসহ চিহ্নিত কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হচ্ছে বলে জানান কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com