শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন স্থলবাড়ীর আনোয়ার
২১ অক্টোবর, ২০২৫ ০৬:১৭ অপরাহ্ন

  

শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন স্থলবাড়ীর আনোয়ার

আব্দুল জলিল
০৩-০১-২০২২ ০৫:২১ অপরাহ্ন
শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন স্থলবাড়ীর আনোয়ার

স্টাফ রিপোর্টারঃ আগামী ৫ জানুয়ারির ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং সোনামুখী ইউনিয়নের ৮ নংম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী কেএম আনোয়ার হোসেন ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি দৈনিক আলোকিত সকাল পত্রিকার কাজিপুর উপজেলা প্রতিনিধি। আসন্ন নির্বাচনে তিনি মোরগ প্রতীক নিয়ে নিজ গ্রাম স্থলবাড়ি গ্রামের ভোটারদের মন জয় করে নিয়েছেন। একজন শিক্ষিত, সৎ প্রার্থী হিসেবে গ্রামবাসী তাকেই যোগ্য হিসেবে বেছে নিয়ে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। গত রবিবার(২ জানুয়ারি) তার নির্বাচনী অনুষ্ঠানে গ্রামের প্রায় দুই তৃতীয়াংশ ভোটার অংশ নেন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তারা একজন সৎ প্রার্থী হিসেবে আনোয়ার মুন্সীকে  মোরগ মার্কায় ভোট দেবেন। এদিকে আনোয়ার হোসেন জানান, আমি এরইমধ্যে গ্রামের গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। করোনাকালিন সময়ে সথাসম্ভব সাহায্য সহযোগিতা দিয়েছি।  গ্রামের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার কার্ড করে দিতে সহযোগিতা করেছি। এসব বিবেচনায় ভোটারগণ আমাকে রায় দিলে ইনশা আল্লাহ আমি আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো।

উল্লেখ্য আগামী ৫ জানুয়ারির কাজিপুরের ১২ ইউনিয়নে মোট ২ লাখ ৮ হাজার ৭৪২ জন ভোটার ভোট প্রদান করবেন।   


আব্দুল জলিল ০৩-০১-২০২২ ০৫:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 627 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com