শিরোনামঃ
![]() ০৩-০১-২০২২ ১১:২৩ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ পঞ্চম ধাপের আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচণে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীগণ। এরই মধ্যে জমে উঠেছে শাহাদৎ হোসেন মন্টু শিকদারের প্রচারণা।শিকদার পরিবারের মন্টু শিকদারকে এবার এলাকার যুবক. যুবতী. এবং মুরব্বীগণও সমর্থন দিচ্ছেন। আর গতকাল রবিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার রৌহাবাড়ি চারমাথায় এক সমাবেশে সঠিক প্রার্থীকে ভোটদান এবং কেন্দ্রে কোন প্রভাব বিস্তারের চেষ্টা থেকে বিরত থাকার আহবান জানান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানি সিরাজী। তিনি বলেন, ভোটকেন্দ্রে কোন অনিয়ম হলে তাকে ছাড় দেয়া হবে না। এটা এমপি জয় সাহেবের নির্দেশ। আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন নির্বিঘ্নে ।এসময় সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক,যুবলীগ সভাপতি সেলিম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে প্রতীক পেয়েই মন্টু শিকদার গ্রামের ভোটারদের নিকট পৌঁছে গেছেন। সাড়াও পাচ্ছেন এখন। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন বলে অনেকে ভোটারই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। ভোটারদের নিকট তিনি ওই ওয়ার্ডের একজন শিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থী। একারণেই এলাকার যুবক,মুরব্বী ও আলেমগণ চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।এলাকার মানুষের বিপদে আপদে নানাকাজে সহযোগিতার হাত বাড়ানো মন্টু শিকদার জানান, ভোটারগণ যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। আমি এরইমধ্যে গ্রামের গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি। এসব বিবেচনায় ভোটারগণ আমাকে রায় দিলে ইনশা আল্লাহ আমি আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো।
মাদকমুক্ত গ্রাম গড়তে আমি সচেষ্ট হবো। এজন্যে আগামী ৫ জানুয়ারি মোরগ মার্কায় একটি করে ভোট চাই প্রিয় ভোটারদের নিকট।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com