শিরোনামঃ
![]() ০২-০১-২০২২ ০৪:০৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি মানছেন না অধিকাংশ সদস্যপ্রার্থী।এরইমধ্যে বিনাভোটে উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হলেও ভোটের উত্তাপ ছড়াচ্ছেন ইউপি সদস্যগণ। ইউপি সদস্যপদে প্রতিটি ওয়ার্ডে দুই থেকে সর্বাধিক ১১ জন পর্যন্ত পুরুষ ও নারী প্রার্থী রয়েছেন ভোটের মাঠে। ফলে একের পর এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। গত শনিবার(১ জানুয়ারি) চারজনকে এবং রবিবার( ২ জানুয়ারি) আরও চারজনকে নির্বাচনী বিধি লঙ্ঘনের কারণে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
দ্বিতীয় দিন রবিবার(২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সোনামুখী ও চালিতাডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে এই দণ্ড দেন কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম। এসময় তাকে সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যগণ।
ভ্রাম্যমান আদালতসূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করায় সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর এবং চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার ও মাথাইলচাপড় ওয়ার্ডের চার প্রার্থীর প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম জানান, নির্বাচনী আচরণ বিধির ব্যত্যয় ঠেকাতে আমরা কাজ করে যাচ্ছি।ভঙ্গকারীদের অর্থদণ্ডের সাথে সতর্কও করা হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com