নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ৪ প্রার্থীকে অর্থদণ্ড
১৪ অক্টোবর, ২০২৫ ০৩:২৬ পূর্বাহ্ন

  

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ৪ প্রার্থীকে অর্থদণ্ড

আব্দুল জলিল
০১-০১-২০২২ ০৪:৫০ অপরাহ্ন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ৪ প্রার্থীকে অর্থদণ্ড

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের কাজিপুরে চার প্রার্থীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।  শনিবার(১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই দণ্ড দেন কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম। এসময় তাকে সহযোগিতা করেন পুলিশ ও  আনসার সদস্যগণ।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই প্রার্থীগণ মিছিল ও শোডাউন করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার কাজিপুর ইউনিয়নের দুইজন, সোনামুখী ইউনিয়নের একজন এবং চালিতাডাঙ্গা ইউনিয়নের একজনকে অর্থদন্ড দেন আদালত।তাদের প্রত্যেককে ৫ হাজার করে মোট  ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম জানান, নির্বাচন চলাকালীন মিছিল ও শোডাউন করা আইনত দণ্ডনীয়। কিন্তু এ অপরাধটিই করছিলেন তাঁরা। তাঁদেরকে অর্থদণ্ড ও সতর্ক করে দেয়া হয়েছে।


আব্দুল জলিল ০১-০১-২০২২ ০৪:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 271 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com