শিরোনামঃ
![]() ০১-০১-২০২২ ০৪:৪৬ অপরাহ্ন |
কাজিপুরে চলতি আমন মৌসুমে ধান-চাউল সংগ্রহ অভিযান সন্তোষজনক বলে জানিয়েছেন গুদাম কর্মকর্তা এসএম মিজানুর রহমান।
শনিবার দুপুরে (১ জানুয়ারি) তিনি জানান চলতি আমন মৌসুমে ২৭ টাকা কেজি দরে ৫৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা বেধে দেয়া হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত ২৫৩ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। অপরদিকে ৪০ টাকা কেজি দরে ৯৩৯ মেট্রিক টন চাল সংগ্রহ করার কথা। এ পর্যন্ত পাওয়া গেছে ৬৬৯ মেট্রিক টন। ধান এবং চাল সংগ্রহ অভিযান অব্যাত রয়েছে। তিনি আরও জানান,বাদবাকিটা সংগ্রহের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে।কাজিপুর চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, সরকারি সংগ্রহমূল্য হতে বাজার মূল্য বেশী থাকায় সংগ্রহ অভিযান বাধা গ্রস্থ হচ্ছে। তবে লোকসান হলেও সরকারি নির্দেশনা মেনে আমরা ধান চাল সরবরাহ করছি।#
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com