শিরোনামঃ
![]() ৩১-১২-২০২১ ০৮:২৭ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ব্যাপক সাড়া পাচ্ছেন বিলকিছ খাতুন। তিনি ১ নং সোনামুখী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী। আসন্ন পঞ্চম ধাপের আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি এবার প্রথমবারের মতো লড়েছেন মাইক প্রতীক নিয়ে। এরইমধ্যে গানের তালে তালে আর বাহারি কথার ফুলঝুরিতে চলছে তার প্রচারণা। নিজের গ্রাম আর স্বামীর গ্রাম পাশাপাশি হওয়ায় তিনি দুই গ্রামেই বেশ জনপ্রিয়। পাশাপাশি অন্য গ্রামগুলোতেরও রয়েছে তাদের ব্যাপক নেটওয়ার্ক । ভোটারগণও মাইক মার্কায় ভোট দিতে ভোটের মাঠে যাবার প্রস্তুতি শুরু করেছেন। গত কয়েকদিনের প্রচারণা দেখে এখন তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন।
প্রতীক পেয়েই তিনি ভোটারদের নিকট পৌঁছে গেছেন। সাড়াও পাচ্ছেন এখন। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন বলে অনেকে ভোটারই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। ভোটারদের নিকট তিনি একজন সৎ ও যোগ্য ও সমাজদরদী মহিলা হিসেবে পরিচিত।তার সাথে এলাকার যুবক,মুরব্বী ও আলেমগণ চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।এলাকার মানুষের বিপদে আপদে নানা কাজে সহযোগিতার হাত বাড়ানো বিলকিছ জানান, ভোটারগণ যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। আমি এরইমধ্যে গ্রামের গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। যদি প্রভাবমুক্ত সঠিক নির্বাচন হয় তাহলে আমি আশাবাদী। আশা করি প্রশাসন এই বিষয়ে দৃষ্টি দেবেন। আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি। আশা করি ভালো কিছু হবে ইনশা আল্লাহ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com