শিরোনামঃ
![]() ৩০-১২-২০২১ ০৫:৫৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ আসন্ন পঞ্চম ধাপের আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন এরই মধ্যে জমে উঠেছে। চেয়ারম্যান প্রার্থী না থাকলেও ইউপি সদস্যগণ নির্বাচন প্রচার প্রচারণায় জমিয়ে ফেলেছেন।ভোটারগণও মনের দুঃখ ভুলে ভোটের মাঠে যাবার প্রস্তুতি শুরু করেছেন। গত কয়েকদিনের প্রচারণা দেখে এখন তারা সিদ্ধান্ত নিচ্ছেন। অনেক প্রার্থী এরই মধ্যে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। এই নির্বাচনে ১নং সোনামুখী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মতিউর রহমান মতি।
প্রতীক পেয়েই তিনি উত্তর ও দক্ষিণ পাইকপাড়া গ্রামের ভোটারদের নিকট পৌঁছে গেছেন। সাড়াও পাচ্ছেন এখন। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন বলে অনেকে ভোটারই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। ভোটারদের নিকট তিনি ওই ওয়ার্ডের একজন শিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থী।তার সাথে এলাকার যুবক,মুরব্বী ও আলেমগণ চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।এলাকার মানুষের বিপদে আপদে নানাকাজে সহযোগিতার হাত বাড়ানো মতি জানান, ভোটারগণ যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। আমি এরইমধ্যে গ্রামের গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি। এসব বিবেচনায় ভোটারগণ আমাকে রায় দিলে ইনশা আল্লাহ আমি আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো।
মাদকমুক্ত গ্রাম গড়তে আমি সচেষ্ট হবো। এজন্যে আগামী ৫ জানুয়ারি মার্কায় একটি করে ভোট চাই প্রিয় ভোটারদের নিকট।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com