কাজিপুরে নির্বাচন থেকে সরে দাঁড়াবার ঘোষণা দিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিল মুন্সী
২২ অক্টোবর, ২০২৫ ০২:৫৫ পূর্বাহ্ন

  

কাজিপুরে নির্বাচন থেকে সরে দাঁড়াবার ঘোষণা দিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিল মুন্সী

আব্দুল জলিল
২৮-১২-২০২১ ১০:২৩ পূর্বাহ্ন
কাজিপুরে নির্বাচন থেকে সরে দাঁড়াবার ঘোষণা দিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিল মুন্সী

স্টাফ রিপোর্টারঃ অনেক নাটকীয় পথ পেরিয়ে অবশেষে চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান ওরফে খলিল মুন্সী। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ.লীগের আব্দুর রাজ্জাক রাজমহরের সাথে কোলাকুলি করেন এবং জনসমক্ষে এসে এই ঘোষণা দেন।

 উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, পঞ্চম ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ নং মনসুরনগর ইউনিয়ন থেকে খলিল মুন্সী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর প্রত্যাহারের তারিখ গত ১৯ ডিসেম্বর পেরিয়ে গেলেও তিনি ভোট থেকে সরে যাননি।এসময় এলাকা থেকে তিনি গা ঢাকা দেন।নিজ বাড়িতে তাকে পাওয়া যায়নি। নির্বাচনে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রির্টানিং অফিসার। প্রতীক পান ঘোড়া।

 অবশেষে গতকাল( সোমবার) তিনি কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন ও সাধারণ সম্পাদক এবং কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীকে নিজ বাড়িতে ডেকে এনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, আমি নির্বাচন করবো না। কোন চাপ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন নির্বাচন করবো না এটাই বলতে পারি। কোন চাপ নেই।

 কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক জানান, তার(খলিল মুন্সির) মার্কা থাকবেই। এখন আর প্রত্যাহারের কোন সুযোগ নেই।

 কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, উনি(খলিল মুন্সী) নিজেই আমাদের ডেকে আজ নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।


আব্দুল জলিল ২৮-১২-২০২১ ১০:২৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 519 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com