কাজিপুরে চেয়ারম্যানপেদে বিনা ভোটে ১১. রইলো বাকি এক
২২ অক্টোবর, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ন

  

কাজিপুরে চেয়ারম্যানপেদে বিনা ভোটে ১১. রইলো বাকি এক

আব্দুল জলিল
২০-১২-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন
কাজিপুরে চেয়ারম্যানপেদে বিনা ভোটে ১১. রইলো বাকি এক

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১১টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান হলেন  নৌকা প্রতীক প্রাপ্তরা। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যে সাড়ে ছয়টায় এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক।

কাজিপুরের ১২টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে মোট ৫৩০টি মনোনয়ন পত্র জমা হয়েছিলো। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৭টি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩২টি এবং সাধারণ সদস্য পদে ৩৮১টি। আজ প্রত্যহারের শেষ দিন চেয়ারম্যান পদে ১১জন, সাধারণ সদস্যপদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন বিনাভোটে নির্বাচিত হলেন।   

প্রত্যারের শেষ দিন  বিনা ভোটে নৌকা প্রতীকে নির্বাচিতরা হলেন,  ১ নং সোনামুখী ইউনিয়ন শাহজাহান আলী খান, ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়নে আতিকুর রহমান, ৩ নং গান্ধাইল ইউনিয়নে গোলাম হোসেন, ৪ নং শুভগাছা ইউনিয়নে গিয়াস উদ্দিন, ৫ নং কাজিপুরে কামরুজ্জামান,৬ নং মাইজবাড়ী ইউনিয়নে শওকত হোসেন,৭ নং খাসরাজবাড়ী ইউনিয়নে জহুরুল ইসলাম,৮ নং চরগিরিশ ইউনিয়নে এসএম জিয়াউল হক, ৯ নং নাটুয়ারপাড়া ইউনিয়নে আব্দুল মান্নান, ১০ নং তেকানী ইউনিয়নে হারুনার রশিদ এবং ১১  নিশ্চিন্তপুর ইউনিয়নে খাইরুল ইসলাম । ১২ নং মনসুরনগর ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাকের সাথে ভোটের মাঠে রয়েছে স্বতন্ত্র প্রার্থী খলিল মুন্সি।

 এছাড়া সাধারণ সদস্য পদে চালিতাডাঙ্গা, মাইজবাড়ী, তেকানি ও খাসরাবজাড়িতে একজন করে এবং চালিতাডাঙ্গা ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে একজন বিনাভোটে নির্বাচিত হয়েছেন।


আব্দুল জলিল ২০-১২-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 332 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com